ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ভোলায় ইলিশা-১ কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৩ মে ২০২৩ | আপডেট: ১২:৫২, ২৩ মে ২০২৩

ভোলার ইলিশা-১ গ্যাস কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু হয়েছে। ৩ হাজার ২৫০ থেকে ৩ হাজার ২৫৪ মিটার গভীর থেকে এই গ্যাস উত্তোলন করা হচ্ছে। 

মঙ্গলবার সকালে বাপেক্স’র ভূ-তাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো: আলমগীর হোসেন এ তথ্য জানান। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স)। 

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা চলবে এ কার্যক্রম। একই সঙ্গে ভবিষ্যতে গ্যাস উৎপাদনের জন্য কূপের মধ্যে সকল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। 

এর আগে কূপটিতে গ্যাসের স্তর নিশ্চিত করতে ৩টি ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করে সফলতা আসে। যার প্রথম ডিএসটি করা হয় ২৮ এপ্রিল, দ্বিতীয় ডিএসটি ৭ মে ও ১৫ মে তৃতীয় ডিএসটি পরীক্ষা করা হয়। 

আশা করা হচ্ছে, নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২শ’ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে।

বাপেক্স’র ভূ-তাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো: আলমগীর হোসেন জানান, এর আগে ইলিশা-১ কূপে ৩টি ডিএসটির মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছিলাম। এতে করে গ্যাসের স্তরের ব্যাপারে ধারণা পেয়েছি। এখন ডিএসটির যন্ত্র উঠিয়ে গ্যাস উৎপাদনের নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে কূপে। ফলে গ্যাস উৎপাদন হচ্ছে, এটি পরীক্ষামূলক। 

পরীক্ষা শেষ হলে কার্যক্রম বন্ধ করে রাখা হবে। কূপটি থেকে পাইপ লাইনে গ্যাস সংযোগ দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হবে বলে জানান তিনি।
 
তিনি আরও জানান, বর্তমানে কূপের উপরে ১০ হাজার পিএসআই প্রেসার দেয়, সেই প্রেসার দিয়ে যাতে গ্যাসটা ধাক্কা না মারতে পারে, তাই ওয়েল হেড যন্ত্র কূপের উপর বসিয়ে আমাদের পরীক্ষা চলছে। ধীরে ধীরে গ্যাসের পানিসহ অনান্য উপাদান পরিষ্কার হয়ে পিওর গ্যাস আসবে। 

গ্যাস প্রসেস করার জন্য ৬০ মিলিয়ন ঘনফুটের প্রসেস প্লান্ট কেনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি